The Great Indian Family | মঙ্গলবার মুক্তি পেতে চলেছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’ ছবির ট্রেলার
মুম্বই : সব জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবারই আসতে চলেছে দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি(The Great Indian Family) ছবির ট্রেলার। ২২ সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তির অপেক্ষায় রয়েছে ভিকি কৌশল(Vicky Kaushal) ও মানুষী ছিল্লর(Manushi Chillar) অভিনীত এই ছবি।পাশাপাশি দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি তে অভিনয় করেছেন কুমুদ মিশ্রা(Kumud Mishra),মনোজ পাহওয়া(Manoj Pahwa) ছাড়াও আরও অনেকেই।ছবিটি পরিচালনা করেছেন ধুম ৩(Dhoom 3) খ্যাত পরিচালক বিজয় কৃষ্ণ আচারিয়া(Vijay Krishna Acharya)।বড়পর্দায় মুক্তির মাত্র দশদিন আগে মুক্তি পেতে চলছে জমজমাট এই ফ্যামিলি এন্টারটেইমেন্ট ফিল্মের ট্রেলার।প্রকাশ্যে আসার পরই সিনেমাহলে জওয়ান-এর সঙ্গে জুড়তে চলেছে দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি ছবির ট্রেলার।এমনটাই বলিপাড়া সূত্রে খবর।
আগামী ২২ সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে পরিচালক বিজয় কৃষ্ণ আচারিয়ার নতুন ছবি দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি।জমজমাট এই ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছে আদিত্য চোপড়ার সংস্থা যশ রাজ ফিল্মস।ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন ভিকি কৌশল এবং মানুষী ছিল্লর।পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কুমুদ মিশ্রা,মনোজ পাহওয়া ছাড়াও একঝাঁক তারকা।কিছুদিন আগেই ছবির অ্যানুাউন্সমেন্ট টিজার প্রকাশ্যে এসেছে।মুক্তি পেয়েছে একটি গানও।অবশেষে সিনেমাহলে মুক্তির মাত্র দশ দিন আগে মুক্তি পেতে চলেছে দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি-র ট্রেলার।
বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পাশাপাশি বড়পর্দায় ছবির ট্রেলার প্রদর্শনের বন্দোবস্ত করেছেন প্রযোজক আদিত্য চোপড়া।জওয়ান-এর বিশ্ব পরিবেশনার দায়িত্বে রয়েছে আদিত্য চোপড়ার সংস্থা যশ রাজ ফিল্মস।বলিপাড়া সূত্রে জানা যাচ্ছে,শাহরুখের সঙ্গে দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি নিয়ে চুক্তিবদ্ধ হয়েছেন প্রযোজক।জওয়ান প্রদর্শনের আগে দেখানো হবে আদিত্যর প্রযোজনায় নয়া ছবির ট্রেলার।