ইন্দ্রপতন! প্রয়াত জাকির হুসেন
প্রয়াত কিংবদন্তি তবলা শিল্পী উস্তাদ জাকির হুসেন। মৃত্যুকালীন তাঁর বয়েস হয়েছিল ৭৩। আজ অর্থাৎ সোমবার সকালে মৃত্যুর কোলে ঢলে পরেন তিনি বলে জানা যায়। যদিও গতকাল অর্থাৎ রবিবার সন্ধ্যে ৮:৩০ টা নাগাদ সোশ্যাল মিডিয়া জুড়ে খবর ছড়িয়ে পরে তিনি প্রয়াত হয়েছেন। যদিও সেই খবর ছড়িয়ে পরার পরই পরিবারের পক্ষ থেকে উস্তাদজির ভাগ্নে এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেন ‘ দয়া করে ভুয়ো খবর রটাবেন না। বেঁচে আছেন জাকির হুসেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করুন।’
উল্লেখ্য, গতকাল সকালে পরিবারের পক্ষ থেকেই জানানও হয় উস্তাদ জাকির হুসেনের শারীরিক অবস্থা সঙ্কটজনক। হৃদরোগের সমস্যায় দীর্ঘ দুই সপ্তাহ ধরে আক্রান্ত তিনি। ভর্তি ছিলেন আমেরিকার সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে। কিন্তু গতকাল অর্থাৎ রবিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবারের পক্ষ থেকে তাঁর ভক্তকুলের কাছে অনুরোধ করা হয় জাকির হুসেনের জন্য সবাই যেন আরোগ্য কামনা করেন।
কিন্তু তাঁর কিছুক্ষণ পরেই বিভিন্ন সংবাদমাধ্যম সহ সোশ্যাল মিডিয়া জুড়ে খবর ছড়িয়ে পরে তিনি মারা গেছেন। আর তারপরেই এক্স হ্যান্ডেলে ভাইরাল হয় একটি পোস্ট। উস্তাদজির ভাইপো পরিচয় আমির আউলিয়া নামে এক যুবক বিস্ফোরক পোস্ট করেন। তিনি জানান বেঁচে আছেন জাকির হুসেন। যার জেরে ভক্তকুলের মনেও জেগেছিল আশার আলো। কিন্তু শেষ রক্ষা হলনা। সোমবার সকালে পরিবারের পক্ষ থেকেই জানানও হল মৃত্যু হয়েছে কিংবদন্তি শিল্পীর।