Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

মিজোরামের গদিতে জেডপিএম, মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন লালডুহোমা

Updated : 9 Dec, 2023 9:24 PM
AE: Samrat Saha
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

কলকাতা: জোরাম পিপলস মুভমেন্ট (Zoram People’s Movement) (জেডপিএম) নেতা লালডুহোমা (ZPM leader Lalduhoma) মিজোরামের মুখ্যমন্ত্রী পদে শপথ (Lalduhoma Took Oath chief minister of Mizoram) নিলেন। মিজোরামের গভর্নর হরি বাবু কামহামপতি রাজভবনে লালডুহোমাকে শপথ বাক্য পাঠ করান। শুক্রবার সকাল ১১টায় আইজলে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। এদিন শপথ নিয়েছেন লালডুহোমা মন্ত্রিসভার ১০ সদস্যও। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিজো ন্যাশনাল ফ্রন্ট নেতা তথা সদ্য প্রাক্তন হওয়া মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা।

জেডপিএমের জয়ের পর থেকে লালডুহোমার নাম বারবার সামনে এসেছে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে। নির্বাচনে, লালডুহোমা সেরচিপ কেন্দ্র থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি মোট ৮৩১৪ ভোট পান যা মিজো ন্যাশনাল ফ্রন্টের দ্বিতীয় সেরা পারফর্মার জে. মালসাওমজুয়ালা ভানচাওং-এর চেয়ে ২৯৮২ বেশি।